আমি কন্যাশিশু সপ্ন গড়ী,সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি – এই শ্লোগানকে সামনে তুলে ধরে জাজিরায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৮ অক্টোবর সকাল ১০ টায় জাজিরা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাজিরা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তি রানী রায় এর সঞ্চালনায় কন্যা শিশু দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়,


এসময়ে শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী, জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সুফিয়া আকতার সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন :










