শরীয়তপুরের জাজিরায় উপজেলা বিশ্ববিদ্যালয় কলেজে অনুষ্ঠিত হলো ২০২৪ সালে জিপিয়ে ফাইভ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নতুন বছরে ভর্তি হওয়া ছাত্র ছাত্রীদের নিয়ে নবীনবরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় কলেজ অডিটোরিয়াম হলে সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান ও এপিকে দেবনাতের সঞ্চালনা ও ভারপ্রাপ্ত অধক্ষ মুহাম্মদ মজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপ-সচিব মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়,
কলেজ গভর্নিং বডি সভাপতি এস এম বজলুর রশিদ,উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ সুশান্ত কুমার বারৈ, সহকারী অধ্যাপক একেএম হাসান ছারেয়ার কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব রহমান টিটু আকন, সহ কলেজের শিক্ষক, গভর্নিং বডি সদস, উপজেলা বিএনপির নেত্রীবৃন্দ, কলেজের কর্মচারী ও ছাত্র ছাত্রী বৃন্দ ।এসময়ে ২০২৪ সালে কলেজ থেকে জিপিএ ৫ পাওয়া কৃতী ছাত্র ছাত্রী এবং কলেজে মেধাবী ছাত্র ছাত্রী দের সংবর্ধনা প্রদান করেন এবং সেই সাথে কলেজে ভর্তি হওয়া নবীন ছাত্র ছাত্রী দেরকে ফুল দিয়ে বরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি ও অধ্যক্ষ মহাদয়।

শেয়ার করুন :










