বুধবার , ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে এসপিসহ তিন পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার পাখতুনখোয়া প্রদেশে জোড়া বিস্ফোরণে পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) ও আরও দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। জিও টিভি জানিয়েছে, শুক্রবার (২৪ অক্টোবর) প্রদেশের হাঙ্গু জেলায় অতর্কিত এ হামলা চালানো হয়।প্রতিবেদনে বলা হয়, নিহত পুলিশ কর্মকর্তার নাম আসাদ জুবায়ের। তার গাড়িটি তাৎক্ষণিক বোমা হামলার শিকার হয়। তারা একটি বিস্ফোরণস্থল পরিদর্শন করতে ছুটে যাচ্ছিলেন।প্রদেশটির পুলিশ মহাপরিদর্শক জুলফিকার হামিদ বলেন, ‘হামলায় উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা এবং আরও দু’জন শহীদ হয়েছেন। প্রথম বিস্ফোরণটি ঘুলমিনায় একটি পুলিশ চেকপয়েন্টের পাশে ঘটে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দ্বিতীয় বিস্ফোরণটি এসপি জুবায়েরের গাড়ি লক্ষ্য করে করা হয়।

‘হাঙ্গু জেলা পুলিশ কর্মকর্তা খানজেব মোহমান্দ জানান, বিস্ফোরণের পর আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দল এবং কমান্ডোরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পুলিশ কর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ভারত-সমর্থিত সন্ত্রাসীরা এটি ঘটিয়েছে। তিনি আক্রমণকারীদের ‘পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতার শত্রু’ বলে অভিহিত করেন।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি পুলিশ সদস্যদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন।

তিনি জোর দিয়ে বলেন, এসপি জুবায়ের এবং দুই পুলিশ সদস্যের আত্মত্যাগ বৃথা যাবে না।২০২১ সালে তালেবানরা আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সীমান্তসন্ত্রাস ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশজুড়ে মোট সহিংসতার ৯৬ শতাংশেরও বেশি এই দুটি প্রদেশেই ঘটে।একটি পুলিশ প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৫ সালের প্রথম আট মাসে খাইবার পাখতুনখোয়ায় ৬০০টিরও বেশি সন্ত্রাসী হামলা হয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে এই ধরনের ঘটনায় কমপক্ষে ১৩৮ জন বেসামরিক নাগরিক এবং ৭৯ জন পুলিশ সদস্য মারা গেছেন এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।

 

চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চান বিএনপিপন্থি আইনজীবীরা

শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‌‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচন করবে এবং ৩০০ আসনে প্রার্থী দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির...

চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চান বিএনপিপন্থি আইনজীবীরা

এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিল ইসি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–কে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ...

Ad For Sangbad mohona