রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়া থেকে গ্রেফতার বাংলাদেশি বংশোদ্ভূত সেই মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর ৪৮ ঘণ্টা রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।এর আগে সকালে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।উল্লেখ্য, গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এনায়েত করিমকে আটক করে রমনা মডেল থানা পুলিশ।
‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন
‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। নীতিমালাটি দেশের পরিবহণ, সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থাকে আধুনিক, দক্ষ ও টেকসই করার লক্ষ্যে...










