আদালতের আদেশে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র নিবন্ধন ও তাদের দলীয় প্রতীক ‘হুক্কা’ পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২ নভেম্বর) ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ২০০৮ সালের ২০ নভেম্বর জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (নিবন্ধন নম্বর ০৩৬) ‘হুক্কা’ প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়। পরে ২০১৪ সালের ২৪ জুলাই দলটির নাম সংশোধন করে ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি–জাগপা’ নামে নতুন সার্টিফিকেট প্রদান করা হয়।
তবে শর্ত প্রতিপালন না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করে গেজেট প্রকাশ করে তৎকালীন নির্বাচন কমিশন।সে সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে জাগপা সভাপতি তাসমিয়া প্রধান হাইকোর্টে রিট করেন। চলতি বছরের ১৯ মার্চ আদালত ইসির নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপনটি বাতিল করে দলটির নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।হাইকোর্টের ওই রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন রোববারের প্রজ্ঞাপনে ২০২১ সালের বাতিল প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করে জাগপার নিবন্ধন পুনর্বহালের সিদ্ধান্ত জানায়।জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান মারা যান ২০১৭ সালের ২১ মে।
এরপর ২০১৮ সালের অক্টোবরে মৃত্যুবরণ করেন দলটির তৎকালীন সভানেত্রী রেহানা প্রধান। পরে তাদের মেয়ে তাসমিয়া প্রধান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নেন।২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চালু হয়। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৭টি। তবে ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন বাতিল হয়েছে।এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া চলছে। সরেজমিন তদন্ত শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। আরও এক ডজন দলের বিষয়ে পুনঃতদন্ত চলছে।

শেয়ার করুন :
								
															





															



