বুধবার , ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

‘ওয়েস্ট ইন্ডিজে এর চেয়েও বাজে উইকেটে আমরা খেলেছি’

মিরপুরে স্পিন ঘূর্ণিতে হার মেনেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০৮ রানের পুঁজি নিয়েও সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচে আলো ছড়িয়েছেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। বল হাতে ক্যারিয়ারসেরা ৬ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও করেছেন কার্যকর ইনিংস

।তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে মিরপুরের চিরাচরিত উইকেট। যেখানে ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন। পাল্টা জবাবে ম্যাচসেরা রিশাদ বলেন, উইকেট দুই দলের জন্যই সমান ছিল।

এমনকি গায়ানার উইকেট ছিল আরও বাজে।ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রিশাদ বলেন, ‘আসলে উইকেট ওদের জন্য যেমন ছিল, আমাদের জন্যও একই ছিল। এর চেয়েও কিন্তু বাজে উইকেট গায়ানাতে ছিল। আমরা কিন্তু ওখানে অ্যাডজাস্ট করে খেলেছি।

আমার মনে হয় যে দুই টিমের জন্য সমান ছিল। বুঝতেই পারছেন যে, (কন্ডিশন) সমান থাকলে হয়তোবা কাভার করা যায়।’নতুন কিউরেটর টমি হেমিংয়ের অধীনে উইকেটে পরিবর্তনের আশা থাকলেও বাস্তবে মিরপুরে ফিরে এসেছে পুরনো স্পিন সহায়ক চেহারা। তবে রিশাদ বলছেন, ‘এটা তো আমাদের হাতে নেই। যেভাবেই হোক, যেভাবে উইকেট তৈরি হোক না কেন, খেলতে হবে।’এদিন ব্যাটিংয়েও আলো ছড়ান রিশাদ। ১৩ বলে করেন ২৬ রানের ক্যামিও। রিশাদ বলেন, ‘আমার রোল হলো দলকে বাড়তি কিছু রান এনে দেওয়া। আমি বুঝি দলের জন্য কী দরকার। আলহামদুলিল্লাহ, আজ সেটা করতে পেরেছি।’মাত্র ২৩ বছর বয়সী রিশাদ ম্যাচে বোলিংয়ে তুলে নেন ৩৫ রানে ৬ উইকেট। প্রতিটি বিভাগেই অবদান রাখায় সন্তুষ্ট তিনি। বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে তিন বিভাগেই অবদান রাখা অনুপ্রেরণার বিষয়। আমি চেষ্টা করি একাধিক বিভাগে নিজের ছাপ রাখার।’

 

রানাভোলা ইউনিট বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত

রানাভোলা ইউনিট বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর ৫৩ নং ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউনিট বিএনপির সভাপতি ইমন হোসেন মনিরের সভাপতিত্বে...

চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চান বিএনপিপন্থি আইনজীবীরা

শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‌‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচন করবে এবং ৩০০ আসনে প্রার্থী দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির...

Ad For Sangbad mohona