বাশার আল-আসাদের পতনের পর প্রথমবারের মতো সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। দেশটিতে নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সংস্থার প্রধান এ খবর জানিয়েছেন।সিরিয়ার গণপরিষদ নির্বাচন কমিটির প্রধান মোহাম্মদ তাহা আল-আহমদ গতকাল রোববার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে বলেন, আগামী ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।গত বছর ডিসেম্বরে বিদ্রোহীদের আকস্মিক অভ্যুত্থানে পতন হয় সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের। দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। আসাদের পতনের পর নতুন শাসকদের অধীন এটি সিরিয়ায় প্রথম পার্লামেন্ট নির্বাচন হতে চলেছে।
সিরিয়ার পার্লামেন্টে আসনসংখ্যা ২১০। এর মধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এক-তৃতীয়াংশ আসনে সদস্য মনোনীত করবেন। বাকি আসনগুলো নির্বাচনের মাধ্যমে পূরণ করা হবে।
সম্প্রতি ইআরইএম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচন কমিটির আরেক সদস্য হাসান আল-দাঘিম বলেন, নির্বাচিত আসনগুলোর জন্য ভোট দিতে সিরিয়ার প্রতিটি প্রদেশে একটি করে ইলেকটোরাল কলেজ গঠিত হবে।
শেয়ার করুন :