শরীয়তপুরের জাজিরায় মরহুম ইসমাইল হোসেন বেপারী সৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
“মদক ছেড়ে কলম ধর ফুটবল নিয়ে মাঠে চল”- এই শ্লোগান কে সামনে তুলে ধরেরবিবার ২৮ সেপ্টেম্বর বিকাল চারটায় উপজেলা পরিষদ মাঠে মরহুম ইসমাইল হোসেন বেপারী সৃতি ফুটবল টুর্নামেন্টে কমিটির আয়োজনে এই টুর্নামেন্টের আজ ফাইনাল খেলায় জারির পৌরসভা একাদশকে ৩/২ গোলে পরাজিত করে ফ্রেন্ডস একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এসময়ে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ শিকদার, জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিকদার মোঃ মেজবাহ উদ্দিন, নুর মোহাম্মদ ফকির, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মোঃ দবির হেসেন বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আবু আলেম ফকির, টুর্নামেন্ট পরিচালনা করে


মোঃ শিপন বেপারী, মোঃ তারেক বেপারী ও মোঃ ফয়সাল আহমেদ।ফাইনাল খেলাটি পরিচালনা করেন সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্কাউটার মাস্টার মোঃ শহিদুল ইসলাম। ফাইনাল খেলা শেষে অংশগ্রহণকারী টিম ও চ্যাম্পিয়নদের হাতে পুরুষ্কার তুলে দেন অনুষ্ঠানের উপস্থিত অতিথি বৃন্দ।
ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য হাজারো দর্শনার্থীরা মাঠে উপস্থিত ছিলেন।সুধজনেরা মনে করেন মাঝে মধ্যে এধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন হলে আমাদের আজকের যুব সমাজ খেলানিয়ে মাঠে থাকলে তারা মাদক সহ বিভিন্ন অন্যায় অপকর্ম থেকে বিতর থাকবে, তারা খেলা আয়োজনকে স্বাগত যানিয়েছেন।

শেয়ার করুন :










