শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট বন্দরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২২ আগষ্ট শুক্রবার বিকেলে উপজেলার কাজিরহাট বন্দর কমিটির আয়োজনে এ সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ০১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ড. মোশাররফ হোসেন মাসুদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর সমাজ কল্যাণ সম্পাদক জাজিরা পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব মাসুম বিল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাওলানা রুহুল আমিন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান শিকদার মোঃ মেছবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোঃ তাজুল ইসলাম সেলিম।

সভায় সভাপতিত্ব করেন হাজী মোঃ আবু আব্দুল্লাহ ফকির। বক্তারা বলেন দেশের বর্তমান পরিস্থিতি, ইসলামভিত্তিক সমাজ গঠন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এসময় আয়োজকরা বলেন, মানবতার সেবা ও দেশ পরিচালনায় ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।
শেয়ার করুন :










