আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের সুযোগ পেলে দেশের প্রাথমিক বিদ্যালয়ের জন্য ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করবে বিএনপি। এমন আশ্বাস দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘জনগণ যদি দায়িত্ব দেয়, তবে আমরা বাংলাদেশের শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে ধর্ম ও নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করব। শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতেই সেটা নির্ধারণ করা উচিত হবে সমতা বজায় রাখার জন্য।
সেটা পরে আলোচনা হবে।’ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার বিকালে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবোধপরিপন্থি সব সিদ্ধান্ত বাতিলের দাবিতে আয়োজিত জাতীয় সেমিনারে আয়োজন করে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ।বাংলাদেশে ধর্মীয় ও সাংস্কৃতিক আধিপত্যের মাধ্যমে জাতিকে গোড়া থেকে ধ্বংসের চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘আমাদের নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সামাজিক মূল্যবোধ এগুলো প্রতিষ্ঠা করতে হবে প্রাইমারি (প্রাথমিক) লেভেল থেকে, সর্বপর্যায়ে। তাহলেই পরে আমরা জাতিগতভাবে শক্ত ভিত্তির ওপরে, মূল্যবোধের ভিত্তির ওপরে, ধর্মীয় মূল্যবোধের ভিত্তির ওপরে, সামাজিক মূল্যবোধের ভিত্তির ওপরে, পারিবারিক মূল্যবোধের ভিত্তির ওপরে দাঁড়িয়ে থাকতে পারব।’সেমিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রাথমিকের শিক্ষার্থীরা হলো একটা সমাজ, রাষ্ট্র ও মানবসভ্যতার ফাউন্ডেশন। ধর্মীয় শিক্ষা হলো সে ফাউন্ডেশনের মূল শক্তি।’ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘দেশের প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন এখনই দিতে হবে। অন্যথায় আমরা সব দল মিলে সম্মিলিত কর্মসূচি দিতে বাধ্য হব।’

শেয়ার করুন :










