বুধবার , ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গরীব ও অসহায় পরিবারের মাঝে চাউল বিতরণ

“সেবাই আমাদের লক্ষ্য—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে পূর্বের ন্যায় পাশে দাঁড়িয়েছে সাংবাদিকদের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা”।

সংগঠনের সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার সাংবাদিক মোঃ আল আমিন হোসেন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও আনন্দ টেলিভিশনের সাংবাদিক শেখ রাজিব হাসানের সঞ্চালনায় ও সহ-সভাপতি মোস্তুফা মিয়ার সার্বিক সহযোগিতায় শনিবার সকাল ১১.৩০ টায় টঙ্গী পূর্ব থানাধীন তিতাস রোডের প্রধান কার্যালয়ে অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে চাউলের বস্তা বিতরণ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সমাচারের ক্রাইম রিপোর্টার জাহাঙ্গীর মোল্লা,উপদেষ্টা ও দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ, দৈনিক নরস পত্রিকার সাংবাদিক ও প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আকন্দ, দৈনিক খোলা কাগজের সাংবাদিক ও সাবেক সভাপতি সুজন সারোয়ার,

পল্লী বাংলার সাংবাদিক ও দপ্তর ও প্রচার সম্পাদক নজরুল ইসলাম, নিউজ টোয়েন্টি ওয়ান টেলিভিশনের সাংবাদিক কোষাধ্যক্ষ মোঃ নুরুজ্জামান শেখ, কার্যনির্বাহী সদস্য দেলয়ার হোসেন, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক টিটন কুমার ঘোষসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।

বিতরণ কার্যক্রমে বক্তারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে সমাজের সচেতন নাগরিক ও তরুণ প্রজন্মকে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। তারা আরও বলেন,টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা মানবিক মূল্যবোধ ও সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

উল্লেখ্য, টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক, সমাজসেবামূলক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি টঙ্গী এলাকাসহ দেশের বিভিন্ন অত্যন্ত অঞ্চলে বন্যা ও দুর্যোগে কবলিত অসহায় মানুষের পাশে থেকে শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবীরা বলেন,“আমরা বড় কিছু করতে চাই না, শুধু চাই মানুষ যেন জানে—এই সমাজে এখনো কিছু বন্ধু আছে, যারা বিনিময় ছাড়া মানুষের পাশে দাঁড়ায়।”

 

রানাভোলা ইউনিট বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত

রানাভোলা ইউনিট বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর ৫৩ নং ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউনিট বিএনপির সভাপতি ইমন হোসেন মনিরের সভাপতিত্বে...

চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চান বিএনপিপন্থি আইনজীবীরা

শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‌‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচন করবে এবং ৩০০ আসনে প্রার্থী দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির...

Ad For Sangbad mohona