“সেবাই আমাদের লক্ষ্য—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে পূর্বের ন্যায় পাশে দাঁড়িয়েছে সাংবাদিকদের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা”।
সংগঠনের সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার সাংবাদিক মোঃ আল আমিন হোসেন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও আনন্দ টেলিভিশনের সাংবাদিক শেখ রাজিব হাসানের সঞ্চালনায় ও সহ-সভাপতি মোস্তুফা মিয়ার সার্বিক সহযোগিতায় শনিবার সকাল ১১.৩০ টায় টঙ্গী পূর্ব থানাধীন তিতাস রোডের প্রধান কার্যালয়ে অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে চাউলের বস্তা বিতরণ করা হয়।


আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সমাচারের ক্রাইম রিপোর্টার জাহাঙ্গীর মোল্লা,উপদেষ্টা ও দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ, দৈনিক নরস পত্রিকার সাংবাদিক ও প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আকন্দ, দৈনিক খোলা কাগজের সাংবাদিক ও সাবেক সভাপতি সুজন সারোয়ার,
পল্লী বাংলার সাংবাদিক ও দপ্তর ও প্রচার সম্পাদক নজরুল ইসলাম, নিউজ টোয়েন্টি ওয়ান টেলিভিশনের সাংবাদিক কোষাধ্যক্ষ মোঃ নুরুজ্জামান শেখ, কার্যনির্বাহী সদস্য দেলয়ার হোসেন, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক টিটন কুমার ঘোষসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।
বিতরণ কার্যক্রমে বক্তারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে সমাজের সচেতন নাগরিক ও তরুণ প্রজন্মকে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। তারা আরও বলেন,টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা মানবিক মূল্যবোধ ও সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
উল্লেখ্য, টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক, সমাজসেবামূলক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি টঙ্গী এলাকাসহ দেশের বিভিন্ন অত্যন্ত অঞ্চলে বন্যা ও দুর্যোগে কবলিত অসহায় মানুষের পাশে থেকে শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবীরা বলেন,“আমরা বড় কিছু করতে চাই না, শুধু চাই মানুষ যেন জানে—এই সমাজে এখনো কিছু বন্ধু আছে, যারা বিনিময় ছাড়া মানুষের পাশে দাঁড়ায়।”
শেয়ার করুন :










