চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চর অঞ্চলে অর্থাৎ আঞ্চলিক অর্থে (দিয়াড়ে আটটি ইউনিয়নে বিপুল সংখ্যা জনগণের বসবাস থাকলেও আজ পর্যন্ত গড়ে ওঠেনি একটি সরকারি কলেজ। স্বাধীনতার ৫৪ বৎসর অতিক্রম করার পরেও কেন আজ পর্যন্ত চর অঞ্চলের নদী ভাঙ্গন, বন্যা কবলিত, দরিদ্র জনগোষ্ঠী ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার সুযোগ গ্রহণের জন্য একটি সরকারি কলেজ হয়নি, এ প্রশ্ন জনমনে অনেক হতাশা ঘুরপাক খাচ্ছে
চরবাসীর ছেলেমেয়েরা শিক্ষাক্ষেত্রে চরমভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। অনেক দরিদ্র পিতা মাতা সরকারি কলেজে লেখা পড়ার ইচ্ছা থাকা সত্ত্বেও অর্থ অভাবে রাজশাহী কিংবা চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে ছাত্রাবাসে, মেসে রেখে সরকারি কলেজে লেখাপড়া করাতে পারছেন না।
চরবাসীর ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১১ নম্বর ইসলামপুর ইউনিয়নের “সফিপুর, দ্বিতীয় মহানন্দা সেতু, (সাহেবের ঘাট) পার্ক সংলগ্ন, ডাকঘর:-ইসলামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জে গত ২০১৫ খ্রিস্টাব্দে “সফিউর রহমান আইডিয়াল কলেজটি” স্থাপিত হয়েছে” কলেজটি চর অঞ্চলের আটটি ইউনিয়নের সকলের যোগাযোগের উপযোগী স্থানে স্থাপিত হওয়ায় সরকারিকরণ করা হলে অত্র এলাকার দরিদ্র জনগোষ্ঠী ছেলেমেয়েরা সরকারি কলেজে লেখাপড়া করার সুযোগ পাবে।

পক্ষান্তরে শহরের সাথে গ্রামের বৈষম্য অনেকাংশই দূর হবে।
চর এলাকার (ডিয়াড়ের)আটটি ইউনিয়ন গুলো হচ্ছে–
- ০১। ইসলামপুর,
- ২। সুন্দরপুর,
- ০৩।দেবীনগর,
- ০৪। চর বাগডাঙ্গ,
- ০৫। শাহজাহানপুর,
- ৬। চর অনুপ নগর
- ০৭ নারায়নপুর ,
- ০৮। আলাতুলী।
উল্লেখিত ইউনিয়ন গুলোতে বিপুল সংখ্যা জনগণ বসবাস করছে এবং অত্র এলাকায় হাই স্কুল দাখিল মাদ্রাসা সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো থেকে প্রতিবছর অসংখ্য অসংখ্য ছাত্র-ছাত্রী পাশ করে সরকারি কলেজে লেখাপড়া করতে না পারার আক্ষেপ রয়ে যাচ্ছে। সচ্ছল অভিভাবকরা তাদের সন্তানদের চাহিদা পূরণ করতে গিয়ে রাজশাহী কিংবা চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে সরকারি কলেজে ভর্তি করতে গিয়ে অনেকটাই হিমশিম খাচ্ছে। তাই বাস্তবতার প্রেক্ষাপটে আটটি ইউনিয়ন নিয়ে একটিও সরকারি কলেজ না থাকায় সরকারি শর্ত শিথিল করে হলেও “চর অঞ্চলের প্রাণকেন্দ্রে অবস্থিত শফিউর রহমান আইডিয়াল কলেজটি কে সরকারীকরণ করে চরবাসীর দীর্ঘদিনের দাবিতে পূরণে সংশ্লিষ্ট সকলকেই অনুরোধ জানানো হয়েছে। চরবাসীর আটটি ইউনিয়নের সর্বস্তর জনগণের একমাত্র দাবী স্বাধীনতার ৫৪ বছর পার হলেও আর বিলম্ব নয় এখনি শফিউর রহমান আইডিয়াল কলেজটিকে সরকারিকরণ করে দরিদ্র জনগোষ্ঠীর ছেলেমেয়েদের সরকারি কলেজে লেখাপড়ার সুযোগ বঞ্চিতদের সরকারি কলেজে লেখাপড়ার সুযোগ দিবেন এমনটি প্রত্যাশা করছেন
শেয়ার করুন :










