উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৫৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থী অংশ নেন। এরমধ্যে ৩৯ জন পাশ করেছেন। এদের মাঝে জিপিএ-৫ পেয়েছেন ৫ জন।২০২৫ সালের এইচএসসির ফলে নেমেছে বড় ধস। গত ১০ বছরের মধ্যে ২০২৫ সালের পরীক্ষায় পাশের হার সর্বনিম্ন।
ফেল করেছেন পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী। রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম সাংবাদিকদের জানান, ৩৯ প্রতিবন্ধী শিক্ষার্থী পাশ করেছেন।
বিভিন্ন কারগার থেকে পরীক্ষায় অংশ নিয়ে ছয় জনের তিন জন করেছেন পাশ। মোফাখখারুল ইসলাম বলেন, এ বছর পাশের হার কম। এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩৯ জন প্রতিবন্ধী পাশ করেছে। কারাগার থেকে পরীক্ষায় অংশ নিয়ে ৬ জনের মধ্যে ৩ জন পাশ করেছে।

শেয়ার করুন :










