বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

জাতীয় নির্বাচনের দিনই হতে পারে গণভোট — মির্জা ফখরুল

জাতীয় নির্বাচনের দিনেই দেশে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “গণতন্ত্রের বিকল্প শুধু গণতন্ত্র। জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন সম্ভব।”মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র ফিরে পাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন ভুলে হারিয়ে না ফেলি। দেশের মানুষ আর ফ্যাসিস্টদের দেখতে চায় না।” তিনি আরও বলেন, “আগামী নির্বাচন শুধু একটি নির্বাচন নয়—এটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।

”বিএনপি মহাসচিব দাবি করেন, “বিএনপি দেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল। দেশনেত্রী খালেদা জিয়া ছয় বছর ধরে কারাবন্দি। তারেক রহমান নির্বাসিত জীবন কাটাচ্ছেন। হাজার হাজার নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন।

”নিজের রাজনৈতিক ইতিহাস স্মরণ করে তিনি বলেন, “ঠাকুরগাঁও থেকে কখনও জিতেছি, কখনও হারিয়েছি। তবে জনগণকে কখনও ছেড়ে যাইনি। জনগণই আমার শক্তি।”তিনি জানান, আগামী ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি “গণতান্ত্রিক সনদে” স্বাক্ষর হবে। সেখানে সাংবিধানিক সংস্কার কমিশনের প্রস্তাবিত বিষয়ের মধ্যে যেগুলোতে ঐকমত্য হয়েছে, তা অন্তর্ভুক্ত করা হবে।

যেগুলোতে একমত হয়নি, সেগুলোর রায় নেওয়া হবে জনগণের কাছ থেকে—নির্বাচনের মাধ্যমে।বিএনপি মহাসচিব আরও বলেন, “বিএনপি সবসময় সংস্কারের পক্ষে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই সংস্কার শুরু হয়েছিল, সেই ধারাবাহিকতা আমরা এগিয়ে নিতে চাই।”মির্জা ফখরুল সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের উদ্দেশে বলেন, “চটকদার খবর নয়, দেশের কল্যাণে সংবাদ পরিবেশন করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমকেও দায়িত্বশীল আচরণ করতে হবে।”

 

কালীগঞ্জে তিন মাদক ব্যবসায়ী আটক

কালীগঞ্জে তিন মাদক ব্যবসায়ী আটক

গাজীপুরের কালীগঞ্জে পুলিশ দুইটি পৃথক অভিযানে ৩১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী আটক করেছে।থানা সূত্রে জানা যায়, গোপন...

সেনাবাহিনীর উদ্যোগে শরীয়তপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ

সেনাবাহিনীর উদ্যোগে শরীয়তপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ

শরীয়তপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও অসহায়দের মাঝে ঔষধ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে এতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা...

Ad For Sangbad mohona