শরীয়তপুরের জাজিরায় ইভটিজিং, কিশোর গ্যাং, স/ন্ত্রাস, চাঁ/দা/বাজ, দালালচক্র, ফেসবুকের অপব্যবহার ও মাদকের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ সেপ্টেম্বর রবিবার দুপুরে জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সাথে এই সামাজিক অপরাধ প্রতিরোধের জনসচেতনতা মূলক মতবিনিময় সভার আয়োজন করেন জাজিরা থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম।
সভায় প্রধান আলোচক হিসেবে মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, কিশোররা হলো আমাদের দেশে আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ।
তারা যদি অপরাধে জড়িয়ে পড়ে, তাহলে পুরো সমাজই ঝুঁকির মুখে পড়ে।” তিনি ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবার, শিক্ষক এবং প্রশাসনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময়ে তিনি বলেন, আপনার এলাকায় যদি কেউ মাদকের কারবারে জড়িত থাকে, কিংবা কোনো মেয়ে ইভটিজিংয়ের শিকার হয়, তাহলে ভয় পাবেন না। সরাসরি আমাকে ফোন দিন। তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে। প্রকাশ করা হবে না। আমরা দ্রুত ব্যবস্থা নেব।
এছারা তিনি আরো বলেন জাজিরায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা সচেষ্ট আছে এবং থাকবে।
এসময় কলেজের অধ্যক্ষ এম এ মতিন সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন :










