শরীয়তপুরের জাজিরায় বড় গোপালপুর সরদার কান্দি ৯ নং ওয়ার্ড স্বামী করিম মুন্সি (৭০) নির্মমভাবে সাবল দিয়ে কুপিয়ে খুন করলো স্ত্রীকে।ঘটনা স্থানে গিয়ে বড় ছেলের বউ ময়নার (৩০) সাথে কথা বলে জানা যায় গতরাতে ৩ টার সময় তার শশুর করিম মুন্সি (পাশের বাড়িতে) ময়নার কাছে গিয়ে খাবার চেয়েছেন এবং তারপর সেখানেই ঘুমিয়েছেন।
২৯ জুলাই মঙ্গলবার সকালে আনুমানিক ৭:৩০ মিনিটে ছেলের বউ ময়নাকে শশুর করিম মুন্সি ডেকে বলেন আমার ঘর থেকে হলুদ রংয়ের জামা টা নিয়ে আসো।বউ জামা আনতে গিয়ে দেখেন বিছানায় রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে আছেন শাশুরি সোনাই বেগম (৬০) এবং লাশের পাশেই রক্ত মাখা একটি সাবল।ময়না আরো বলেন, দুই বছর আগে করিম মুন্সির বড় ছেলে বিদ্যৎ স্পর্শ হয়ে মারা যায় এবং ছোট ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।
এক সপ্তাহ আগে পরে দুই ছেলে মারা যাবার পর থেকেই করিম মুন্সি মানষিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। এবং মৃত সোনাই বেগমও কিছুটা প্রতিবন্ধি ছিলেন। আসামি করিম মুন্সির ভাই আক্কাস মুন্সিও একি কথা বলে জবান বন্দি দেন।এস আই আবুল কালাম আজাদ বলেন, আমরা সকাল ৯ টায় খবর পেয়ে এখানে উপস্থিত হই। এসে ঘটনার তদন্ত করে যা জানতে পারলাম, ঘটনার সুত্রপাত ঘটেন ২৮জুলাই রাত ৩টায়।
তদন্তের সুত্রে এবং তার ছেলের বউয়ের ভাস্যমতে মৃতের স্বামী করিম মুন্সি এই হত্যা কান্ডটি ঘটিয়েছেন। এবং করিম মুন্সি স্বাভাবিক নয়, সে ভারসাম্যহীন তার দুই ছেলের মৃত্যুতে সে মানষিকভাবে ক্ষতিগ্রস্ত এবং এবনর্মাল। আমরা মৃতের স্বামী করিম মুন্সিকে সন্দেহজনক ভাবে গ্রেফতার করেছি এবং লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছি।জাজিরা থানা অফিসার ইনচার্জ ওসি মাইনুল ইসলাম আলোকিত জাজিরাকে বলেন আসামীকে থানায় রাখা হয়েছে মামলার কার্যক্রম চলমান রয়েছে
শেয়ার করুন :