নরওয়ের সরকার জানিয়েছে, রাশিয়া এ বছর তিনবার তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। দেশটি এ ঘটনাগুলোকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে।মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।নরওয়ে আরো জানায়, গত ২৫ এপ্রিল একটি রুশ এসইউ-২৪ যুদ্ধবিমান চার মিনিটের জন্য নরওয়ের আকাশসীমায় প্রবেশ করে। এরপর ২৪ জুলাই একটি এল-৪১০ টার্বোলেট পরিবহন বিমান তিন মিনিট সেখানে অবস্থান করে।
সবশেষ ১৮ আগস্ট একটি এসইউ-৩৩ যুদ্ধবিমান এক মিনিটের জন্য নরওয়ের আকাশসীমায় প্রবেশ করে।নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্তোরে এক বিবৃতিতে বলেন, এই বসন্ত ও গ্রীষ্মে রাশিয়া তিনবার নরওয়ের আকাশসীমা লঙ্ঘন করেছে।তিনি বলেন, এগুলো ইচ্ছাকৃতভাবে করা হয়েছে নাকি নেভিগেশনের ভুলের কারণে হয়েছে, আমরা নিশ্চিত নই।
তবে যে কারণেই হোক, এটি গ্রহণযোগ্য নয়।স্তোরে আরো বলেন, অবস্থান ও সময়কাল উভয় দিক থেকেই নরওয়ের ক্ষেত্রে এ ধরনের লঙ্ঘন এস্তোনিয়া, পোল্যান্ড এবং রোমানিয়ার তুলনায় ছোট আকারের। তবুও আমরা এসব ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি।ন্যাটো সদস্য নরওয়েকে প্রায়ই বলা হয় উত্তর মেরুর দূর উত্তরে জোটের ‘চোখ ও কান’। দেশটির সাথে রাশিয়ার সামুদ্রিক সীমানা রয়েছে এবং দুই দেশের স্থলসীমান্ত ১৯৮ কিলোমিটার (১৩২ মাইল) দীর্ঘ।

শেয়ার করুন :










