বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁওয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই ওমর ফারুক খোকা (২৮) নিহত হয়েছে।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলপদী গ্রামের ঝগড়ার এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

নিহতের লাশ উদ্ধার করে পুলিশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এঘটনায় বড় আক্তার হোসেন আহত অবস্থায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত যুবক মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী গ্রামের মৃত জাহের আলীর ছেলে।জানা যায়, উপজেলার আলাপদী গ্রামের নিজ বাড়ির গাছ থেকে বিক্রির উদ্দেশ্যে ডাব পেরেছেন ছোট ভাই ওমর ফারুক খোকা। এসময় তার বড় ভাই আক্তার হোসেন তাকে বাধা দেন।

এ নিয়ে তারা ঝগড়ায় জড়িয়ে পড়েন। তাদের ঝগড়ার একপর্যায়ে উত্তেজিত হয়ে আক্তার হোসেন ও ওমর ফারুক দুজনেই দেশীয় অস্ত্র নিয়ে এক অন্যের ওপর ঝাপিয়ে পড়েন। আক্তার হোসেনের ছুরিকাঘাতে ওমর ফারুক ঘটনাস্থলে নিহত হন। তবে ওমর ফারুক খোকার দায়ের কোপে বড় ভাই আক্তার হোসেনও আহত হয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওমর ফারুক দীর্ঘ মাদকাসক্ত চিকিসা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন তার বাড়ির লোকজন। সম্প্রতি তিনি বাড়িতে এসেছেন। গতকাল শুক্রবার ডাব বিক্রির উদ্দেশ্যে গাছ থেকে ডাব পারতে গেলে বড় ভাই আক্তার হোসেন বাধা দেয়। এনিয়ে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে একে অন্যকে দা ও ছুরি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলে ছোট ভাই ওমর ফারুক খোকা মারা যান। বড় ভাই আক্তার হোসেন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহন করা হবে।

 

ভাই লতিফ সিদ্দিকীর জামিনের পর যা বললেন কাদের সিদ্দিকী

মিছিল নিয়ে যমুনার পথে ইসলামী ৮ দল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করতে যমুনায় যাচ্ছে জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল। পল্টনে সমাবেশ...

ভাই লতিফ সিদ্দিকীর জামিনের পর যা বললেন কাদের সিদ্দিকী

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন। যেন অনেকটা জমিদারের ভাঙ্গা বাড়ির মতো। বৃহস্পতিবার (৬...

Ad For Sangbad mohona